হলধর দাস: পলাশ উপজেলার রাবান ভালুকাপাড়া এলাকায় সুধন মিত্রের পুত্র শিশির মিত্রের অত্যাচার নির্যাতনে এলাকাবাসী সুখে শান্তিতে বসবাস করতে পারছে না। শিশির মিত্র তার সহযোগী সন্ত্রাসী সুজন মিত্র, তার মা গিতারাণী মিত্র অন্যের জমিতে জোরপূর্বক অনুপ্রবেশ করে গাছের ফলফলাদি লুটপাট করে নেয়া থেকে শুরু করে হেন কাজ নেই যে, তারা করেনা।
একটি মাদক চক্রের সাথেও শিশির মিত্র জড়িত বলে নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী সূত্রে জানা গেছে। গত প্রায় এক মাস আগে শিশির মিত্র জনৈক উৎপল দাস ও সুনিল দাসের সহযোগিতায় রাতের বেলায় সুবীর চৌধুরীর বাড়ীতে অনুপ্রবেশ করে তার স্ত্রীকে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে।
এসময় তারা ঘর থেকে এক ভরি স্বর্ণালংকারসহ ২০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে প্রাণনাশের হুমকি দেয়। সুবীর চৌধুরী ও তার স্ত্রীর আত্মচিৎকারে সন্ত্রাসী বাহিনীর ভয়ে কেউ এগিয়ে যায়নি। পরবর্তীতে সন্ত্রাসীবাহিনী চলে গেলে এলাকাবাসীর সহযোগিতায় সুবীর চৌধুরী ও তার স্ত্রী বাসন্তি রাণীকে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এব্যাপারে পলাশ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। যার নং-৮৫৬, তাং-
১৮/০৫/২০২৪।
উল্লেখ্য, সুবীর চৌধুরীর পূর্ব পুরুষদের কাছ থেকে কিছু জমি ক্রয় করে শিশির মিত্রের পিতা সুধন মিত্র ওই এলাকায় বসতি স্থাপন করে। বর্তমানে সুবীর চৌধুরীর বাড়ী এবং অন্যান্য জমি জোরপূর্বক দখল করার অপপ্রয়াস চালায় শিশির মিত্র ও তার সন্ত্রাসী বাহিনী। এজন্য শিশির বাহিনী সুবীর চৌধুরী ও তার স্ত্রীর উপর বিভিন্ন সময় হামলা চালায়। এব্যাপারে একটি সিআর মামলা করেন সুবীর চৌধুরী। মামলা নং-৭৪/২০২৪। মামলার প্রেক্ষিতে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজেস্ট্রেট আমলী আদালতের নির্দেশে পুলিশ সরেজমিন তদন্ত করে।
পুলিশী তদন্তে প্রকাশ, গোপনে নিরপেক্ষভাবে ও স্থানীয়ভাবে তদন্ত করে পুলিশ জানায় যে, জায়গা জমি নিয়ে সুবীর চৌধুরীর সাথে শিশিরের বিরোধ, শত্রুতা চলে আসছিল। ২০২৩ সালের ২৯ ডিসেম্বর সকাল ৬টা থেকে ৩০ ডিসেম্বর বিকাল ৫টা পর্যন্ত সুধন মিত্র ও শিশির মিত্র তার সন্ত্রাসী বাহিনী নিয়ে বাদী সুবীর চৌধুরীর আরএস ১৭৯, খতিয়ানের ৫৩৯ নং দাগের ৭ শতাংশ জমিতে অনধিকার প্রবেশ করে আনুুমানিক ১৭৬৮ ঘনফুট মাটি কেটে নিয়ে যায়। যার মূল্য ৮০ হাজার টাকা। এবং বাদীর জমিতে থাকা সবজির ক্ষতিসাধন করে। মাটি কেটে নেয়ার সময় শিশির বাহিনী চক্র বাদী ও বাদীর স্ত্রীকে মেরে ফেলার হুমকি দেয় বলে তদন্তে প্রমাণ পাওয়া যায়।